• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও পাতার বিড়ি আটক

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও পাতার বিড়ি আটক
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও পাতার বিড়ি আটক

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় মদ ও পাতার বিড়ি আটক করেছে। বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়নের চরমাজারদিয়া ও সাহেবনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল দল অভিযান চালায়।

এ সময় সীমান্ত পিলার ৬১/১-এস এবং ৪৫/২-এস এর মধ্যবর্তী এলাকা থেকে মালিকবিহীন একটি প্লাস্টিক বস্তায় ২২ বোতল ভারতীয় মদ এবং আরেকটি প্লাস্টিক ব্যাগে ৬০০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। আটককৃত মদ দামকুড়া থানায় এবং পাতার বিড়ি রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।


আরো খবর