• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী সংবাদে নিউজ প্রকাশের পর সেই ভাইরাল শিক্ষক বরখাস্ত

নাচোল প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
রাজশাহী সংবাদে নিউজ প্রকাশের পর সেই ভাইরাল শিক্ষক বরখাস্ত
রাজশাহী সংবাদে নিউজ প্রকাশের পর সেই ভাইরাল শিক্ষক বরখাস্ত

Advertisements

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে এক সহকারী শিক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল ২৩ ডিসেম্বর দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকায় “নাচোলে প্রাথমিক শিক্ষকের অশ্লীল টিকটক ভিডিও ভাইরাল” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে গত বুধবার জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাকে সাময়িক বরখাস্ত করে। সাময়িক বরখাস্ত নুসরাত জাহান নাচোল উপজেলার বহরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম স্বাক্ষরিত ৩৮.০১.৭০০০.০০০.০৩.০০৬.২৫- নং স্মারকে উল্লেখ করেন- সামাজিক মাধ্যমে ওই শিক্ষিকার কিছু ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে নুসরাত জাহান ফেসবুক নিজের জিম করার ভিডিও আপলোড করে আসছিলেন। অভিযোগ রয়েছে, এসব ভিডিওতে তাকে ‘অশ্লীল অঙ্গভঙ্গি ও আপত্তিকর পোশাকে’ দেখা গেছে। সাম্প্রতিক সময়ে ভিডিওগুলো ভাইরাল হলে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে বহরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল মাহমুদ মুঠোফোনে বলেন, ‘জেলা প্রাথমিক শিক্ষা অফিস নুসরাত জাহানকে সাময়িক বরখাস্ত করেছে। এর আগে শিক্ষা অফিস তাকে শোকজ করেছিল। তিনি জবাবও দিয়েছিলেন এবং ভুল স্বীকার করে সব ভিডিও ডিলিট করেছিলেন। তিনি আরও বলেন, ভিডিওগুলো তার ব্যক্তিগত কর্মকাণ্ডের অংশ। এমনকি তার বিরুদ্ধে একাডেমিক কোনো অভিযোগও নেই। তবে এর আগে তাকে আপত্তিকর ভিডিও আপলোড করতে নিষেধ করা হয়েছিল কিন্তু আমার কথা শুনেনি।

অন্যদিকে, ভিডিওগুলো আপত্তিকর নয় বলে ফেসবুক লাইভে এসে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষক নুসরাত জাহান। এসময় তিনি বলেন, আমার বিরুদ্ধে বিদ্যালয়ে পাঠদান বা উপস্থিতি সংক্রান্ত কোনো অভিযোগ নেই। ব্যক্তিগত জীবনে আমি জিম করার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছিলাম। এর আগে নোটিশ পাওয়ার পরই আমি ভিডিও ডিলিট করি এবং ফেসবুক আইডিও ডিঅ্যাকটিভ করেছিলাম।


আরো খবর