রাজশাহী ক্যাডেট কলেজ এর ৫৮ তম আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কলেজ মাঠ প্রাঙ্গনে তিন দিনব্যাপী আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজটির অধ্যক্ষ মুহাম্মদ আবদুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেজবাহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডজুটেন্ট মেজর ফাহিন আহমেদসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ, অভিভাবক মন্ডলী, প্রাক্তন ও বর্তমান ক্যাডেটবৃন্দ।
প্রতিযোগিতায় রাজশাহী ক্যাডেট কলেজের খালিদ হাউস, কাসিম হাউস এবং তারিক হাউসের ক্যাডেটবৃন্দ ২৭টি ইভেন্টে তিনদিন ব্যাপি এ প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। সারা বছরের একাডেমিক ও সহ-পাঠ্যক্রম সংক্রান্ত কার্যক্রমের সফলতা বিবেচনা করে তারিক হাউসকে চ্যাম্পিয়ন ও কাসিম হাউসকে রানার আপ হাউস হিসেবে ঘোষণা করা হয়। প্রতিযোগীতায় অসাধারন ক্রীড়া নৈপুন্য দেখানো বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে এই কলেজের শিক্ষার্থীরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এক্ষেত্রে উল্লেখ্য যে, রাজশাহী ক্যাডেট কলেজ ১৯৬৬ সাল থেকে অদ্যাবধি শিক্ষা, শৃঙ্খলা ও খেলাধুলায় উত্তরবঙ্গের একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুবিদিত। এখানে ক্যাডেটদের তিনটি হাউসে আধুনিক সুযোগ-সুবিধা সহকারে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে মেধা ও মনন বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হয়। প্রতিবছর এখান থেকে এইচএসসি পাস করে অধিকাংশ ক্যাডেট বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করে।
অবশিষ্ট ক্যাডেট মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে নিজেদের অনন্য প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়। আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের নৈপুণ্যের স্বীকৃতি ও পুরস্কার লাভ করে যা অন্যদের অনুপ্রাণিত করে।