• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজ ম্যানেজমেন্ট-মার্কেটিং বিভাগের নবীন-প্রবীণের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
রাজশাহী কলেজ ম্যানেজমেন্ট-মার্কেটিং বিভাগের নবীন-প্রবীণের মিলনমেলা
রাজশাহী কলেজ ম্যানেজমেন্ট-মার্কেটিং বিভাগের নবীন-প্রবীণের মিলনমেলা

Advertisements

রাজশাহী কলেজের ম্যানেজমেন্ট-মার্কেটিং বিভাগের উৎসবমুখর পরিবেশে ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এমন আয়োজন ঘিরে বিভাগে ফিরে এসেছে প্রাক্তন ও নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত আড্ডার সংমিশ্রণে মিলনমেলার রঙিন এই আয়োজনে যেন নতুন করে প্রাণ ফিরেছে ম্যানেজমেন্ট -মার্কেটিং বিভাগে। শুক্রবার সকাল ৯টায় রাজশাহী কলেজ কেন্দ্রীয় মাঠ থেকে এক রঙিন শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মিলনমেলার শুভ সূচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলী, সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো: সেরাজ উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস এর প্রাক্তন ডিন প্রফেসর মোঃ আনিসুর রহমান সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। এছাড়াও ম্যানেজমেন্ট- মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বর্ষের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

রাজশাহী কলেজ ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও রাজশাহী নিউ ডিগ্রী গভঃ কলেজর ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মতিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য পর্বে আয়োজক কমিটির সদস্য ও উপদেষ্টামণ্ডলী স্বাগত বক্তব্য রাখেন। এরপর বিভিন্ন বর্ষের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন।

বিভাগের আয়োজক কমিটির শিক্ষার্থী জাকারিয়া বলেন, দীর্ঘদিন পর ম্যানেজমেন্ট-মার্কেটিং বিভাগের এই ১ম পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজন ঘিরে আমরা যারা আয়োজক কমিটিতে রয়েছি আমরা ভিন্ন ভাবে আমাদের এই আয়োজনটি সফলভাবে সম্পূর্ণ করার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা সকলের মাঝে আনন্দ ভাগাভাগির মাধ্যমে দিনটিকে রঙিন করে তুলতে পেরেছি।

এছাড়া বিভাগের ৩য় বর্ষের আরেক শিক্ষার্থী শাখাওয়াত হোসেন জানান, আজকের এ দিনটি আমাদের বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষ অর্থ বহন করে। আজকের এই দিনে সাবেক ও বর্তমান সকলে শিক্ষার্থী একসাথে মিলিত হওয়ার সুযোগ পেয়েছে যেটা আমাদের জন্য বড় প্রাপ্তি।

অন্যদিকে অনুষ্ঠানে স্ব-পরিবারে আসা ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী গোলাম মোস্তফা বলেন, আমি আজ সকাল থেকে প্রোগ্রাম উপভোগ করছি। প্রিয় ক্যাম্পাসে পরিবার ও পুরাতন বন্ধুদের সাথে সময় কাটানো, স্মৃতিচারণ করায় খুব ভালো লাগছে। আমরা চাই সামনে এ ধরনের প্রোগ্রাম চলমান থাকুক। দীনব্যপী উৎসবমূখর পরিবেশে মিলনমেলাটির ১ম পর্বের আয়োজনে ছিল রঙিন শোভাযাত্রা, ধর্মগ্রন্থ থেকে পাঠ, সমস্বরে জাতীয় সংগীত, স্বাগত বক্তব্য, স্মৃতিচারণ, সম্মাননা স্মারক প্রদানসহ নানা বর্ণাঢ্য কর্মসূচি।

আয়োজনের ২য় পর্বে ছিল আতশবাজির সাথে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা যেখানে দেশব্যপী খ্যাতিসম্পন্ন হাইওয়ে ব্যান্ড পরিবেশনায় অংশ নিয়েছে। এছাড়াও স্থানীয় ব্যান্ড ও আমন্ত্রিত শিল্পীরা এই জমকালো অনুষ্ঠানের পরিবেশনায় অংশ নেন। এছাড়াও বিভাগের প্রাক্তন ও বর্তমান অনেক শিক্ষার্থীদের চমকপ্রদ সাংস্কৃতিক পরিবেশনা এক রোমাঞ্চকর মুহূর্তের সৃষ্টি করে।

ম্যানেজমেন্ট- মার্কেটিং বিভাগের দিনব্যাপী এই উৎসবমুখর আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে যান তাদের হারানো দিনগুলোতে। ভবিষ্যতে এমন প্রোগ্রামে যেন তারা আবার আসতে পারেন এমনটাই তাদের চাওয়া।


আরো খবর