রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে রাজশাহী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী ও উপাধ্যক্ষ অধ্যাপক আবু ইউনুছ আলীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২টায় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরের নেতৃত্বে কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নিজ কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অধ্যক্ষ ও উপাধ্যক্ষের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাদের প্রতি শুভকামনা ব্যক্ত করেন। এসময় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, আমরা ছাত্রদলের পক্ষে নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ স্যারের প্রতি ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজশাহী কলেজ একাডেমিক গৌরব, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয়ে পিছিয়ে পড়েছে এই বিষয়গুলো আগের অবস্থানে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছি। তারা আমাদের এই বিষয়ে পদক্ষেপ গ্রহণে আশ্বস্ত করেছেন। এছাড়াও তিনি বলেন, ছাত্রদল ৫ আগস্ট পরবর্তী সময়ে কলেজের পরিষ্কার-পরিচ্ছন্নতায় টিম গঠন করে কাজ করেছে সেই ধারাবাহিকতা ছাত্রদল আবারও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান রাখবে।
শুভেচ্ছা বিনিময়কালে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং কলেজের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এছাড়াও এসময় রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জুবায়ের রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী ইতোপূর্বে দীর্ঘদিন যাবৎ রাজশাহী কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন এবং নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক আবু ইউনুছ আলী রাজশাহী কলেজেররাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।