রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীসহ আট দলের বিভাগীয় সমাবেশ আগামীকাল। এই সমাবেশে আড়াই থেকে তিন লাখ লোক সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা। শনিবার দুপুরে সমাবেশ স্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এসময় জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল সমাবেশ স্থল সহ সার্বিক প্রস্তুতির বিষয় জানান।
তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং এর উপরে গণভোট অনুষ্ঠান সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের বিভাগীয় শহরে সমাবেশের শুরুতেই ৩০ নভেম্বর রাজশাহীতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের প্রস্তুতি মোটামুটি শেষ। তিনি আরও বলেন, আমরা মোটামুটি মাঠের সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করলাম। আমাদের মাইক সেটআপের কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে মাইকের সাউন্ড টেস্টসহ সম্পন্ন হয়েছে। স্টেজের সামান্য কাজ ছাড়া বাকি সকল কাজই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সমাবেশে লোক সমাগম প্রসঙ্গে ইমাজ উদ্দিন বলেন, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকেই আমাদের নেতাকর্মীরা, সাধারণ মানুষ আসবেন। তারা আট দলের শীর্ষ নেতাদের কাছ থেকে আগামী দিনের জন্য দিক নির্দেশনা শুনবেন। আমরা আশা করছি এখানে আড়াই থেকে প্রায় তিন লাখ লোকের সমাগম হবে। এ মাঠে হয়তো ধরবে না, ফায়ার সার্ভিস, ঘোষপাড়া মোড় থেকে একেবারে নদীর ধার পর্যন্ত যে বড় রাস্তা এই রাস্তাগুলো ভর্তি হয়ে যাবে। এই সমাবেশের জনস্রোতে শহরের আনাচে কানাচে পরিপূর্ণ থাকবে বলে আমরা আশা করছি।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগরের সভাপতি হুসাইন আহমদ, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকি, জেলা সেক্রেটারি আব্দুল্লাহ সুজন, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা, নগর জামায়াতের সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু উপস্থিত ছিলেন।