• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে লায়ন সেবা বছরের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
রাজশাহীতে লায়ন সেবা বছরের উদ্বোধন
রাজশাহীতে লায়ন সেবা বছরের উদ্বোধনে অতিথিবৃন্দ

Advertisements

রাজশাহীতে লায়ন সেবা বছর ২০২৫-২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী লায়ন্স ক্লাব ভবনে সেবা বছেরর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠান সেবা কার্যক্রমের মাধ্যমে উদ্বোধন করেন ক্লাব সভাপতি লায়ন মো: মামুন আর রশিদ। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন মো: গোলাম মহিউদ্দিন, লায়ন মুখলেসুর রহমান শাহ এমজেএফ, লায়ন মোঃ কাউসার আলী, লায়ন ইফতিয়ার মাহমুদ বাবু, উপস্থিত ছিলেন ১ম সহ-সভাপতি লায়ন মোহাম্মদ আব্দুল মালেক, ২য় সহ-সভাপতি লায়ন তাসলিমা খাতুন ডালিয়া, ৩য় সহ-সভাপতি লায়ন মঞ্জুর রহমান খান। সহ লায়ন আবরার হোসেন তুহিন, লায়ন মাহমুদুর রহমান সবুজ ,লায়ন এস এম সালিম, লায়ন রাশেদ হোসেন রঞ্জু এবং লায়ন আনোয়ারুল ইসলাম জয়।
এছাড়াও উপস্থিত ছিলেন লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন এর প্রেসিডেন্ট ,সেক্রেটারি ও অন্যান্য সদস্যবৃন্দ।
সেবা বছর হিসেবে এই দিনে ঞড়মবঃযবৎ ডব ডধষশ এর উপর সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কি নোট স্পিকার হিসেবে বক্তব্য উপস্থাপন করেন লায়ন এড. বদরুদ দোজা। এছাড়াও শব্দ দূষণের কারণ, ক্ষতিকর দিক এবং প্রতিকার সম্পর্কে লিফলেট ও স্টিকার বিতরণ। মাস্ক বিতরণ ও খাবার বিতরণ করা হয়।


আরো খবর