• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
রাজশাহীতে র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Advertisements

রাজশাহীর বাগমারায় গণপিটুনিতে হত্যাকাণ্ডের মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বাগমারা থানাধীন দেউলিয়া চৌরাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামী হলেন, মো. চঞ্চল প্রামাণিক (২৭) আত্রাই থানার বামনী এলাকার মৃত মাওলা বক্সের ছেলে । র‌্যাব-৫ এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, তিনি একাধিক পুলিশকে মারধর, হত্যাকারী আসামি ছিনিয়ে নেওয়া এবং গণপিটুনিতে হত্যা মামলার অন্যতম সন্দিগ্ধ আসামি। ৪ এপ্রিল সেদিন বাগমারার রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে আমিনুল ইসলাম ওরফে আমিরুল ধারালো অস্ত্র দিয়ে রাজ্জাক প্রামাণিককে হত্যার অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় প্রায় এক থেকে দেড় হাজার উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয় এবং লাঠি ও ইট দিয়ে পিটিয়ে হত্যা করে।

এই ঘটনায় বাগমারা থানায় মামলা হয়। ঘটনার পর আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। র‌্যাব-৫ গোয়েন্দা নজরদারির মাধ্যমে একে একে তাদের গ্রেপ্তার অভিযান চালায়। এ পর্যন্ত চট্টগ্রাম থেকে ২ জন, নওগাঁর আত্রাই থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ শনিবার রাতে চঞ্চল প্রামাণিককে আটক করা হয়। গ্রেপ্তার চঞ্চলকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর