বিজিবির অভিযানে ৩০ বোতল ফেনসিডিল ৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) শুক্রবার পুথক অভিযানে এসব মাদক উদ্ধার করেন।। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে চারঘাট থানার সিপাহীপাড়া এলাকার আমবাগানের ভিতর থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেনসিডিল ২০ বোতল এবং ভারতীয় মদ ৪ বোতল জব্দ করা হয়।
অপরদিকে শুক্রবার সকাল ৮ টার দিকে চারঘাট থানার মুক্তারপুর এলাকায় পদ্মা নদীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল ইঞ্জিনচালিত নৌকা, টিনের ডোঙ্গা এবং ভারতীয় ফেনসিডিল ১০ বোতল মালিকবিহীন আটক করে।
বিজ্ঞপ্তি আরো জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে বিজিবি।