রাজশাহীতে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় নগরীর উপশহরে ব্যুরো অফিসের উদ্যোগে কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করা হয়। এ সময় দৈনিক রূপালী বাংলাদেশের রাজশাহী ব্যুরো প্রধান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করীম, কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, ইংরেজি দৈনিক নিউ এজের ব্যুরো প্রধান সুজন আলী, জাগো নিউজের ব্যুরো প্রধান সাখাওয়াত হোসেন, রূপালী বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাইনুল ইসলাম রাজু, পুঠিয়া উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান, দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মশিউর রহমান, সাংবাদিক শাহ জামাল, সৌরভ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মী আব্দুল করীম দোয়েল, রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি শরিফুল ইসলাম জিএম, যুুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করীমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করীম বলেন, এক বছর খুব বেশি সময় নয়। তবে এই স্বল্প সময়ে রূপালী বাংলাদেশ বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। আমি এই পত্রিকার সার্বিক অগ্রগতি ও উত্তোরত্তর সাফল্য কামনা করি।
রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন বলেন, রূপালী বাংলাদেশের বস্তনিষ্ঠ সংবাদ ও তার মান রাজশাহীর মানুষদের কাছে প্রিয় হয়ে উঠছে। তারা শুধু সংবাদ পরিবেশন নয় সংবাদ সংশ্লিষ্ট সকলসহ আমাদের হকারদেরও অত্যন্ত গুরুত্ব সহকারে খোঁজ রাখেন। আমি এই পত্রিকা গুনগত মান বজায় রেখে আগামীতে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি।
সমাপনি বক্তব্যে রূপালী বাংলাদেশের রাজশাহী ব্যুরো প্রধান বলেন, নতুন সময় নতুন দিন দৈনিক রূপালী বাংলাদেশের নবযাত্রার এক বছরপুর্তি অনুষ্ঠান উদযাপন করতে পেরে আমি আনন্দিত। বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। আমাদের এই পথচলায় আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।