• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে আবাসিক হোটেল থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৮ জুন, ২০২৫
রাজশাহীতে আবাসিক হোটেল থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার
রাজশাহীতে আবাসিক হোটেল থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

Advertisements

রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেল থেকে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে রাজশাহী নগরীর সাহেববাজার এলাকার আবাসিক হোটেল ‘মুন’ থেকে তাকে বের করে পুলিশের হাতে তুলে দেয় বিএনপি’র নেতাকর্মীরা। শনিবার (২৮ জুন) নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইনুল ইসলাম স্বপন হোটেলটির একটি কক্ষে অবস্থান করছিলেন। খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হোটেলে গিয়ে তাকে ঘিরে ফেলেন। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, মহানগর বিএনপির একজন শীর্ষ নেতা হোটেলে প্রবেশে প্রথমে বাধা দেন। ফলে দুই ঘণ্টারও বেশি সময় তারা বাইরে অপেক্ষা করেন। পরে পুলিশের উপস্থিতিতে নেতাকর্মীরা হোটেলে প্রবেশের সুযোগ পান। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়।

আওয়ামী লীগ নেতা স্বপন ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তানোর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। এ মামলায় তিনি জামিনে ছিলেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া থানার অফিসার কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় (বোয়ালিয়া) কোনো মামলা ছিল না। তবে পুলিশে সোপর্দ করা হলে ছাত্র-আন্দোলনে হামলার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


আরো খবর