রাজশাহী সীমান্তে ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ও প্রসাধনী সামগ্রী আটক করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ মাজারদিয়া বিওপির একটি নিয়মিত টহল দল রাজপাড়া থানার আইবাধ এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৯৭৬ পিস ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ এবং ১৭ পিস বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃত ঔষধ ও প্রসাধনী সামগ্রী রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।