• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাকাব এমডির অপসারণ চেয়ে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৫ জুলাই, ২০২৫
রাকাব এমডির অপসারণ চেয়ে মানবন্ধন
রাকাব এমডির অপসারণ চেয়ে মানবন্ধন

Advertisements

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সিন্ডিকেট ও আওয়ামী লীগের দোষোর অভিযোগ এনে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে ওয়াহিদা বেগমকে অপসারনের দাবীতে আমরা রাজশাহীবাসী ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মনববন্ধনে বক্তরা বলেন, ওয়াহিদা বেগম যোগদানের পর থেকেই ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। একটি সিন্ডিকেট তৈরি করে তিনি ব্যাংকের কার্যক্রম পরিচালনা করছেন। বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করা হচ্ছে এবং কর্মকর্তাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এই সিন্ডিকেটের কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এতে করে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মানববন্ধনে অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে দাড়ানো আহমেদ হোসেন বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগমকে ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের দোসর , দুর্নীতি পরায়ণ। অবিলম্বে তাকে চাকুরী থেকে অপসারণ এবং ব্যাংকিং খাতকে ধ্বংসের অপচেষ্টা প্রতিহত করার জন্য নিরপেক্ষ তদন্তের দাবী জানাচ্ছি। মানববন্ধনে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে জানতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগমের সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, আমাকে একটি ছবি পাঠানো হয়েছে। কয়েকটি ছেলে এসে একটি ব্যানার টাঙিয়েছে। পরে আবার ব্যাংকের লোকজন সেটি খুলেও ফেলেছে।

তিনি বলেন, আওয়ামীলীগের দোষোর বা দূর্নীতিবাজ হলে তারা প্রমান করুক। আমি কী ধরণের দুর্নীতি করেছি আমার তো জানা নেই। তারা সেটি প্রমান করুক।


আরো খবর