• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাকসু নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
রাকসু নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাকসু নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Advertisements

আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ মঙ্গলবার বেলা ৪টায় সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। রাকসু নির্বাচন কমিশন এই প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব প্রধান অতিথি এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাকসু নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, কোনো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনী কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দায়িত্ববোধ ও নিষ্ঠায় যেকোনো নির্বাচন সর্বজনগ্রাহ্য হয়ে উঠে। আসন্ন রাকসু নির্বাচন প্রসঙ্গে উপাচার্য বলেন, দীর্ঘদিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী ভোট দিবে। নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনের ভোট গ্রহণও স্বচ্ছভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেয়াই হোক নির্বাচন কর্মকর্তাদের প্রত্যয়।

প্রশিক্ষণে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, রাকসু নির্বাচন কমিশনারবৃন্দ, প্রধান রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসারবৃন্দ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো খবর