মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের ধূরইল পূর্বপাড়া গ্রামের এক প্রতিবন্ধি ব্যক্তির পান বরজ ভেঙ্গে জমি দখলের অভিযোগে উঠেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ধূরইল পূর্বপাড়া মৃত আমজাদ সোনারের ছেলে তাজউদ্দিন সোনার (৪৬), বাদি হয়ে দুই জনকে অভিযুক্ত করে মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে , অভিযুক্তরা হলেন বাদীর আপন ছোট ভাই তোফাজ্জাল সোনার (৪২)ও ভাতিজা শাকিব সোনার (২১)। তাজউদ্দিন তোফাজ্জল সোনারের কাছ থেকে ১৬ শতক ভিটা জমি পান বরজের জন্য লিজ নেন এবং পৈত্তিক সূত্রে পাওয়া জমিতে আনুমানিক ৬ লক্ষ টাকা ব্যয়ে মাটি ক্রয় করে ভরাট করেন। ২ লক্ষ ৫০ হাজার টাকা খরচ করে পান বরজ তৈরী করেন। কিছুদিন পর থেকে আপন ছোট ভাই তোফাজ্জল পান বরজ ছেড়ে দিতে চাপ দেয় তোফাজ্জাল তার ছেলে হাতে লাঠিসোটা নিয়ে গালিগালাজ ও ভয়ভীতি সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। পান বরজ ওয়াশি, ছুচ,বাতা,খুটি ও পানের পড় সিকড় সহ উপড়ে ফেলে চলে যায়। বর্তমানে নতুন-পুরাতন পানসহ বরজ ভেঙ্গে ফেলায় প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।