• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মিথ্যা ও হয়রানির অভিযোগ, আইনি পদক্ষেপের ঘোষণা তন্ময়ের

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ, আইনি পদক্ষেপের ঘোষণা তন্ময়ের
মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ, আইনি পদক্ষেপের ঘোষণা তন্ময়ের

Advertisements

রাজশাহী মহানগর যুবদলের সাবেক দপ্তর দায়িত্বপ্রাপ্ত এ.এইচ.এম শফিক মাহমুদ তন্ময় তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যেই নূর আহমদ নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকার শাহ সুলতান রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

তন্ময় জানান, গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে ০০০০১০৪৭ নম্বর এফিডেভিট মূলে তিনি রাজশাহীর সুলতানাবাদ এলাকার নুর আল আসাসের কাছ থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় একটি জিপ গাড়ি ক্রয় করেন। গাড়িটির মালিকানা পূর্বে একাধিকবার হস্তান্তর হলেও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বর্তমানে তিনি গাড়িটির বৈধ মালিক।

তিনি বলেন, গাড়িটির ইলেকট্রিক ওয়্যারিংয়ের কাজ করানোর জন্য নূর আহমদের গ্যারেজে গাড়িটি নিয়ে যান। এ সময় নূর আহমদ তার বাড়ির নিজস্ব পার্কিংয়ে নিরাপদে গাড়ি রাখার আশ্বাস দিলে সরল বিশ্বাসে তিনি গাড়িটি সেখানে রেখে আসেন। পাশাপাশি গাড়ির মালিকানা পরিবর্তন সংক্রান্ত বিষয়েও তার পরামর্শ নেন।

সংবাদ সম্মেলনে তন্ময় অভিযোগ করে বলেন, নূর আহমদ পরবর্তীতে তার পরিচিতদের মাধ্যমে গাড়ির কাগজপত্র ‘ফেল’ আছে বলে জানিয়ে কাগজ আপডেট ও মালিকানা পরিবর্তনের নামে তিন লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকার মধ্যে প্রথমে দুই লাখ এবং পরবর্তীতে আরও এক লাখ টাকা পরিশোধ করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো কাজ সম্পন্ন করা হয়নি।

একপর্যায়ে কাগজপত্র ও জমাকৃত টাকার রশিদ চাইলে নূর আহমদ নানা অজুহাত দেখাতে থাকেন। এতে সন্দেহ সৃষ্টি হলে তন্ময় গাড়ি, কাগজপত্র ও টাকা ফেরত নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে গাড়িটি নিজ বাসায় এনে লক করে রাখেন।

পরদিন গাড়িটি পরীক্ষা করে তিনি দেখতে পান, গাড়ির চারটি নতুন টায়ার পরিবর্তন করে পুরাতন টায়ার লাগানো হয়েছে এবং গাড়ির ভেতর থেকে সাবউফার খুলে নেওয়া হয়েছে। এ বিষয়ে নূর আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন এবং দাবি করেন, গাড়িতে এসব কিছু ছিলই না।

তন্ময় বলেন, আমি তাকে স্পষ্টভাবে জানাই যে এ ঘটনায় আমাকে আইনি ব্যবস্থা নিতে হবে। সম্ভবত এ কারণেই নিজেকে বাঁচাতে এবং আমাকে বিপদে ফেলার উদ্দেশ্যে তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে তন্ময় তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ প্রত্যাখ্যান করে নূর আহমদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন।


আরো খবর