• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মহাসড়কের দুই পাশে এমপি গামার তাল গাছের চারা রোপণ

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

Advertisements

নওগাঁ-রাজশাহী মহাসড়কে দুই পাশে ৪শ’ টি তাল গাছের চারা রোপণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বজ্রপাত প্রতিরোধে মান্দা উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে এসব চারা রোপণ করা হয়।

এ উপলক্ষে রোববার সকাল ১০ টায় মহাসড়কের দুই পাশে ৪শ টি তাল গাছের চারা রোপণের উদ্বোধন করেন মান্দা থানার এমপি ব্রহানী সুলতান মাহমুদ গামা।

এ সময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌসুমি এবং স্থানীয়রা। এমপি ব্রহানী সুলতান মাহমুদ গামা বলেন, রাজশাহী- নওগাঁ মহাসড়কের দুই পাশে সারি সারি তালগাছের চারা রোপণ করা হয়েছে। বজ্রপাত থেকে রক্ষায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের অধীনে জেলার মহাসড়কের দুই পাশে তাল গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে। এই গাছগুলো কৃষি সম্প্রসারণ থেকে স্থানীয়দের সহযোগিতায় রক্ষণাবেক্ষণ করা হবে।

তালগাছ বড় হলে একদিকে এলাকায় বজ্রপাত রোধে ভূমিকা রাখবে অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। একইসঙ্গে সড়কের মাটি ক্ষয়, ঝড়-ঝাপটাসহ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করবে। এছাড়া স্থানীয় মানুষ এই গাছ থেকে অনেক সুবিধা পাবে। এ প্রকল্পের অধীনে পর্যায়ক্রমে আরও তাল গাছের চারা রোপণ করা হবে।

 


আরো খবর