রাজশাহীতে ভূমিকম্পসহনীয় ভবন নির্মাণে সচেতনতা ও কারিগরি দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। বৃহস্পতিবার আরডিএ কার্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভবন নির্মাণ ও তদারকির সঙ্গে যুক্ত কনসালটেন্ট, স্টেকহোল্ডার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধন করেন আরডিএ’র চেয়ারম্যান এস.এম. তুহিনুর আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ভূমিকম্পসহ যে কোনো দুর্যোগে রাজশাহীবাসীর জানমালের নিরাপত্তাই সর্বাগ্রে। নিরাপদ নগর গড়তে ভবনগুলোকে ভূমিকম্প সহনীয় করায় এখন সময়ের দাবি। ভবিষ্যৎ ঝুঁকি বিবেচনায় রেখেই আমরা এ প্রশিক্ষণের আয়োজন করেছি।
তিনি আরও বলেন, আজকের এই প্রশিক্ষণ শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। এখানে অর্জিত জ্ঞান আপনাদের নকশা, নির্মাণ ও তদারকি কাজে বাস্তব পরিবর্তন আনবে বলে আমি আশা করি। আরডিএ নির্মাণশিল্প সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করতে প্রস্তুত, তবে অনিয়ম ও ঝুঁকিপূর্ণ নির্মাণের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে থাকব। দিনব্যাপী প্রশিক্ষণে মূল সেশন পরিচালনা করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধ্যাপক ড. কামরুজ্জামান। তিনি জানান, অজ্ঞতা ও খরচ কমানোর প্রবণতায় অনেক ভবন মালিক মূল ডিজাইন পরিবর্তন করেন, যা ভবনকে গুরুতর ঝুঁকির মুখে ফেলে। তিনি সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবনের ছবি প্রদর্শন করে ধ্বংসের নেপথ্যের কারণ বিস্তারিত ব্যাখ্যা করেন।
পাশাপাশি কীভাবে ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ করা যায় । সে বিষয়ে আধুনিক আন্তর্জাতিক মানদণ্ড ভিত্তিক দিকনির্দেশনা দেন। এ ছাড়া সেশন নেন আরডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মো. আব্দুল্লাহ আল তারিক এবং অভিজ্ঞ স্ট্রাকচারাল ডিজাইনার ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন, পি. ইঞ্জ। তাঁরা দীর্ঘদিনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা থেকে বাস্তবে কোন কোন জায়গায় ভুল হয়, তা তুলে ধরে নিরাপদ নির্মাণের করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ভবন নির্মাণের মান, সেফটি কোড, আরডিএ’র অনুমোদন প্রক্রিয়া, ডিজাইন রিভিউ ও তদারকি ব্যবস্থাপনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানেন। নগরের ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত ও পুনর্বাসন কার্যক্রমেও কনসালটেন্টদের ভূমিকা কী হতে পারে সে বিষয়েও আলোচনা হয়।