গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর শতবর্ষ পূর্তি উপলক্ষে (১৯২৫–২০২৫) এক আনন্দঘন সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শতবর্ষ পূর্তি উৎসবের সূচনা পর্বে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ভাটোপাড়া উৎসবমুখর হয়ে ওঠে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্র-ছাত্রী, প্রাক্তন শিক্ষক ও বর্তমান শিক্ষকরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রার বিশেষ আকর্ষণ হিসেবে দুটি ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়, যা এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
শোভাযাত্রাটি ভাটোপাড়া গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে গান-বাজনা, দেশীয় সুর, নৃত্য পরিবেশনা ও আনন্দ-উল্লাসে অংশগ্রহণকারীরা শতবর্ষের গৌরবময় ইতিহাসকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত নৃত্য ও উচ্ছ্বাসে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত, বর্ণিল ও স্মরণীয়।
স্থানীয়রা জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি শুধু বিদ্যালয়ের নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়। শত বছরের এই পথচলায় বিদ্যালয়টি অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছে, যারা আজ দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সবার অংশগ্রহণে আয়োজন সফল হোক”এই প্রত্যয়ে শতবর্ষ পূর্তি উৎসবের সূচনা করা হয়েছে। পর্যায়ক্রমে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদানের মতো আরও নানা কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
শতবর্ষ পূর্তি উপলক্ষে ভাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন আগামী দিনেও শিক্ষা, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধে আলোকিত পথচলা অব্যাহত রাখতে পারে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও এলাকাবাসী।