বেগম খালেদা জিয়ার জন্য বিশ্বের সকল ইসলামী দেশগুলোর জনগণ তাঁর সুস্থ্যতার জন্য দোয়া করছেন। বাংলাদেশের ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষষে সবার নিকট গ্রহনযোগ্য নেত্রী হিসেবে পরিগণিত হয়েছেন বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত ২৭নং ওয়ার্ড এর অন্তর্গত দেবীশংপাড়া বিএনপি পরিবারের আয়োজনে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই এসব কথা বলেন।
তিনি, বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ আছেন। দেশে বিদেশের চিকিৎসকগণ তাঁকে চিকিৎসা সোব প্রদান করছেন। সব কিছু ঠিক থাকলে আজ শুক্রবার যেকোন সময়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হতে পারে। ইতোপূর্বে তিনি লন্ডনের যে হাসপাতালে চিকিৎসা করেছিলেন এবারও সেই হাসপাতালেই তাঁর চিকিৎসা হবে।
তিনি আরো বলেন, বেগম জিয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনের কারণেই ধীরে ধীরে অসুস্থ্য হয়ে পড়েন। দীর্ঘ রোগ-শোকের কারণে তাঁর এই অবস্থা। বেগম জিয়া যেন সুস্থ্য হয়ে জনগণের পাশে এসে আবার দাঁড়াতে এবং সেবা করতে পারেন তরা জন্য দোয়া প্রার্থনা করেন তিনি। তিনি বলেন, পতিত সরকারের খুনি হাসিনা বেগম জিয়ার আজকের এই অবস্থার জন্য দায়ী। কারন তাঁকে মিথ্যা মামলা দিয়ে সম্পূর্ন ষড়যন্ত্রমূলকভাবে ক্যাঙ্গারু কোর্টর মাধ্যমে ফরমায়েশী রায় দিয়ে কারাগারে পাঠিয়েছিলো। কারাগারের সেই শ্যাঁতশেতে ঘরে তিনি আনা রোগে আক্রান্ত হন।
মিনু বলেন, করোনার সময়ে তিনি করোনাতে আক্রান্ত হলে নামে মাত্র তাকে চিকিৎসা প্রদান করা হয়েছিলো। শুধু তাইনয় বেগম জিয়ার ব্যক্তিগত ডাক্তারের কথা স্বৈরাচার হাসিনার আজ্ঞাবহ ডাক্তারগণ শুনতেন না। তাঁরা তাদের নিজের মত মনগড়া চিকিৎসা দিতো বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও বেগম জিয়াকে তিলে তিলে মেরে ফেলতে কারাগারে স্লোপয়জোনিং করা হয়েছিল। বেগম জিয়ার আজকের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে খুনি হাসিনা দায়ী বলে উল্লেখ করেন মিনু। বক্তব্য শেষে বেগম জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
২৭নং ওয়ার্ড বিএনপির (পূর্ব) সভাপতি কমল সরকারের সভাপতি মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, সহ-সভাপতি আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার।
আরো উপস্থিত ছিলেন প্রফেসর একরামুল হক, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ২৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আনোয়ারুল আজিম আযব, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবকে সভাপতি টেনি, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদেও বকুল, বর্তমান যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জাসাস রাজশাহী মহানগরের সদস্য সচিব সেলিম রেজা, মহানগর মৎসজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি। এছাড়াও ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিফকুল ইসলাম রফিক, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, যুবদল নেতা রফিক, সাইদুর রহমান, মিজান ও সিজানসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এদিকে বৃহস্পতিবার বাদ যোহর একই রমক কর্মসূচী দু:স্থদের মধ্যে খাবার বিতরণ করা হয় শালবাগানে। সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।