তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি মহান অভিভাবককে হারালো। রুয়েট পরিবার এই হৃদয়বিদারক ও মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করছে। খালেদা জিয়ার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
উপাচার্য আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার লড়াইয়ে নেতৃত্ব দেন। তাঁর আপোষহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে এবং মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বেগম খালেদা জিয়ার বহু কর্ম ও সিদ্ধান্ত দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছে। তিনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করেন, যা বাংলাদেশের নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে স্বীকৃত। তাঁর অবদান এবং তাঁর প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেন।
বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে উপাচার্য বলেন, মহান রাব্বুল আলামিন তাঁর পরিবারকে যেনো এই শোক সহ্য করবার তৌফিক দান করেন।