• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিশ্ব ‘মা’ দিবসে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ১২ মে, ২০২৪

Advertisements

‘বিশ্ব মা দিবস’। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়।

রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। ‘শেখ হাসিনার বারতা-নারী-পুরুষ সমতা’ শ্লোগানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যড. আব্দুস সামাদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, জাতীয় মহিলা সংস্থা জেলা কার্যালয়ের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. রেসমা খাতুন, জেলা শিশু একাডেমি কর্মকর্তা মোঃ শফিকুল আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রামার অফিসার উম্মে সুমাইয়া, সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম বাবলু,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া, নবাবগঞ্জ মহিলা সরকারি কলেজের প্রতিনিধি প্রভাষক মোসাঃ শরিফা খাতুনসহ অন্যরা। বক্তারা বিশ্বের সকল ‘মা’র প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানান।

উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরো খবর