• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিদ্রোহী প্রার্থীর ফিরে আসা, লোকসভায় ১০০ আসন অর্জনের পথে কংগ্রেস

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ৭ জুন, ২০২৪

Advertisements

ভারতের এবারের লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়ানো রাজনৈতিক দল কংগ্রেস পার্লামেন্ট লোকসভায় ১০০ আসন পূরণের পথে রয়েছে। বৃহস্পতিবার মহারাষ্ট্র কংগ্রেসের বিদ্রোহী এমপি বিশাল পাতিলের দলে যোগ দেওয়ার মধ্যে দিয়ে পার্লামেন্টে তিন অঙ্কের আসনসংখ্যা ছুঁয়ে ফেলার সুযোগ এসেছে দলটির সামনে।

সদ্যই ১৮তম লোকসভা নির্বাচন শেষ হয়েছে ভারতে। গত ১৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ৪৪ দিন ধরে সাত দফায় এই নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। এই নির্বাচন হয়েছে মূলত বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট এবং কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্সের (ইনডিয়া) মধ্যে।

৪ জুন নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। সেই ফলাফল থেকে জানা গেছে, এবারের নির্বাচনে এনডিএ জোট জয় পেয়েছে ২৯৩টি আসনে এবং প্রতিপক্ষ ইনডিয়া জোট জয়ী হয়েছে ২৩৩টি আসনে। এ দুই জোটের বৃহত্তম দুই দল বিজেপি এবং কংগ্রেস জয়ী হয়েছে যথাক্রমে ২৪০টি এবং ৯৯টি আসনে।

মহারাষ্ট্রের সাঙ্গলি আসনে জয়ী এমপি বিশাল পাতিল যোগদানের মধ্য দিয়ে ৯৯ থেকে ১০০ আসনে পৌঁছাচ্ছে কংগ্রেস। এই আসনের বিজপি প্রার্থী সঞ্জয়কাকা পাটিলকে পরাজিত করে বিজয়ী হয়েছেন তিনি।

বিশাল পাটিলের পিতামহ বসন্তদাদা পাতিল এক সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন। এবারের লোকসভা নির্বাচনে নিজেদের ঘরোয়া আসন বলে পরিচিত সাঙ্গলি আসন থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচন করতে চেয়েছিলেন বিশাল।

কিন্তু জোটগত বাধ্যবাধকতার কারণে এই আসনটি মহারাষ্ট্রের অপর সাবেক মুখ্যমন্ত্রী উদ্ভভ ঠাকরের নেতৃত্বাধীন শিব সেনা ইউবিটিকে ছেড়ে দিয়েছিল কংগ্রেস। ফলে স্বতন্ত্র নির্বাচন ছাড়া আর কোনো পথ ছিল না বিশাল পাতিলের সামনে। তিনি সেই পথেই এগিয়েছেন এবং বিজয়ী হয়েছেন। তার এই বিজয়ের ক্ষেত্রে দলের ভেতরে ও বাইরে ব্যাপক পরিশ্রম করেছেন মহারাষ্ট্রের বিধানসভার কংগ্রেস বিধায়ক বিশ্বজিৎ কাদাম।

বৃহস্পতিবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেেক ফুলের তোড়া উপহার দিয়ে কংগ্রেসে যোগ দেন বিশাল পাটিল। তার যোগদানের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে খাড়্গে বলেন, ‘সাঙ্গলির নির্বাচিত এমপি শ্রী বিশাল পাটিলকে কংগ্রেসে স্বাগত জানাচ্ছি।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, লোকসভা সচিবালয়ে ইতোমধ্যে আবেদন করেছেন বিশাল পাতিল। সচিবালয় অনুমোদন দিলেই কংগ্রেসের এমপি হিসেবে পার্লামেন্টে আসতে পারবেন তিনি।


আরো খবর