বিজিবির অভিযানে ভারতীয় ২০ বোতল মদ জব্দ করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) বুধবার রাত পৌনে ২ টার দিকে কাটাখালী থানার পশ্চিম বাতান এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, অভিযান চলাকালে সরিষা ক্ষেতে রাখা প্লাস্টিকের একটি বস্তা থেকে ২০ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করা হয়। ঘটনাস্থলের আশপাশে কোনও ব্যক্তি বা চোরাকারবারীকে পাওয়া না যাওয়ায় বিজিবির সদস্যরা দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করলেও কেউ বস্তার কাছে আসেনি। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।