বিজিবির অভিযানে ২০০ পিস ইয়াবা জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে ২শ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে চারঘাট থানার শাহরিয়ার খাল এলাকায় এসব জব্দ করা হয়। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, অভিযানকালে ঘটনাস্থলে কোনো মাদক কারবারি বা সন্দেহভাজন ব্যক্তিকে না পেয়ে গমক্ষেতের ভেতরে তল্লাশি করে ভারতীয় ২শ পিস ইয়াবা জব্দ করা হয়।