বিজিবির অভিযানে ১ হাজার পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সোমবার দুপুর দেড়টার দিকে কাটাখালী থানার খানপুর হটাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ট্যাবলেট জব্দ করে। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিজিবির টহল দল উক্ত এলাকায় সরিষা ক্ষেতে অবস্থান করলে এক চোরাকারবারীকে ভারত থেকে অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাকে ধরার জন্য এগিয়ে গেলে চোরাকারবারী হাতে থাকা গামছা দিয়ে মোড়ানো একটি পোঁটলা ফেলে দ্রুত ভারতের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া পোঁটলাটি উদ্ধার করে তল্লাশি চালালে ১ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। মালিকবিহীন এ মাদকদ্রব্য জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।