রাজশাহীর পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মাদকবিরোধী অভিযানে ২ জনকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। বুধবার বেলা রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মাজারদিয়া বিওপির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজপাড়া থানাধীন শ্রীরামপুর পদ্মা নদীর টি-বাঁধ এলাকা দিয়ে মাদক পাচার হতে পারে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল তাৎক্ষণিকভাবে ছদ্মবেশে টি-বাঁধ এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে পদ্মা নদীর অপর পাড় থেকে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে দুইজন মাদক কারবারিকে টি-বাঁধের দিকে আসতে দেখা যায়। নৌকাটি তীরে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশির জন্য এগিয়ে গেলে নৌকায় থাকা দুইজন নদীর পাড়ে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত বাবু (৩৫), দামকুড়া থানার চরমাজারদিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে ও আনোয়ার হোসেন (৩৬) একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে একটি খালি ডিজেলের ড্রামের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১,০২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও একটি ইঞ্জিনচালিত নৌকা, ২টি মোবাইল ফোন ও ৩টি মোবাইল সিম জব্দ করা হয়েছে।