বিজিবির অভিযানে ভারতীয় MONOGOLE১৯ বোতল সিরাপ সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) শনিবার দুপুর ২ টার দিকে দামকুড়া থানার পূর্বপাড়া আমবাগান এলাকায় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোরশালিন শেখ (২৪) দামকুড়া থানার চরমাজারদিয়া এলকার মাইন উদ্দিন শেখের ছেলে। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দল সেখানে পৌঁছালে একজন চোরাকারবারী তাদের দেখে ঘাসের বস্তা ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া কওে বিজিবি তাকে আটক কওে এবং প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৯ বোতল নিষিদ্ধ ভারতীয় MONOGOLE সিরাপ জব্দ করে বিজিবি। গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত সিরাপ দামকুড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।