• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিজিবির অভিযানে মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজিবির অভিযানে মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ
বিজিবির অভিযানে মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

Advertisements

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পৃথক অভিযানে ৫০ বোতল মদ, ৪ বোতল ফেনসিডিল এবং ১০ প্যাকেট কীটনাশক কীটনাশক জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে বাঘা থানার গোকুলপুর ৫নং বাঁধ এলাকায় এসব জব্দ করা হয়। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, উল্লেখিত এলাকায় একটি নৌকা থেকে নেমে এক ব্যক্তিকে মাথায় করে একটি কার্টুন বহন করে নিয়ে আসতে দেখে বিজিবি। এসময় বিজিবি সদস্যরা তাকে আটক করতে গেলে কার্টুনটি ফেলে দিয়ে সে পালিয়ে যায়। পরে ফুল ও ফলের ভিটামিন হিসেবে চিহ্নিত ১০ প্যাকেট কীটনাশক জব্দ করা হয়। অপরদিকে বুধবার ভোর ৫ টার দিকে চারঘাট থানাধীন পিরোজপুর পদ্মা নদীর চর এলাকা থেকে ৫০ বোতল মদ এবং ৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।


আরো খবর