বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পৃথক অভিযানে ২২ বোতল ভারতীয় মদ ও ২৯ বোতল সিরাপ জব্দ করা হয়েছে। সোমবার রাত পৌনে ৮ টার দিকে বাঘা থানার মিডিলচর এলাকায় এবং দামকুড়া থানার পশ্চিমপাড়া এলাকায় এসব জব্দ করা হয়। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা মিডিলচর এলাকার অবস্থান নেয়। এ সময় আশপাশের এলাকা তল্লাশি করে কাশবনের ভেতর থেকে একটি পরিত্যক্ত বস্তা উদ্ধার করে। বস্তা তল্লাশি করে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এদিকে মঙ্গলবার রাত ১ টার দিকে দামকুড়া থানার পশ্চিমপাড়া এলাকা থেকে ২৯ বোতল সিরাপ জব্দ করা হয়। বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা পশ্চিমপাড়া এলাকার একটি বাঁশবাগানে অবস্থান নেয়। এ সময় একজন চোরাকারবারীকে ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। বিজিবির সদস্যরা তাকে আটক করতে ধাওয়া দিলে সে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।
বস্তাটি তল্লাশি করে ২৯ বোতল নিষিদ্ধ ভারতীয় BRONCOF-C সিরাপ জব্দ করা হয়।