• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিজিবির অভিযানে মদ ও ট্যাবলেট জব্দ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
বিজিবির অভিযানে মদ ও ট্যাবলেট জব্দ
বিজিবির অভিযানে মদ ও ট্যাবলেট জব্দ

Advertisements

বিজিবির পৃথক দুই অভিযানে ৯৬ পিস সাইট্রেট ট্যাবলেট ও ২০ বোতল মদ জব্দ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কাটাখালী পশ্চিম বাতান এলাকায় এসব জব্দ করা হয়। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বাংলাদেশ সীমানার অভ্যন্তরে চরের রাস্তা দিয়ে এক ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিল। বিজিবির টহল দল ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে সে ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ভারতীয় যৌন উত্তেজক সাইট্রেট ট্যাবলেট ৯৬ পিস জব্দ করা হয়। জব্দকৃত সাইট্রেট ট্যাবলেট রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

অপর দিকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী থানার নতুনগ্রাম এলাকা থেকে ২০ বোতল মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, নতুনগ্রাম এলাকায় কবরস্থানের পাশে অভিযান পরিচালনা করার সময় সন্দেহজনক ব্যক্তিকে দেখতে না পেয়ে কবরস্থানের আশেপাশে তল্লাশি কার্যক্রম শুরু করা হয়। কবরস্থানের পাশে একটি খড়ের স্তুপ সন্দেহজনক মনে হলে তা সরিয়ে বস্তায় একটি পোটলা উদ্ধার করা হয়। পরে পোটলাটি খুলে ভারতীয় মদ ২০ বোতল করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আরো খবর