বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযাইে কোডিন সিরাপ জব্দ করেছে। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকার এসব তথ্য জব্দ করা হয়। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, অভিযানকালে ঘটনাস্থলে কোনো ব্যক্তি বা চোরাকারবারিকে না পেয়ে বিজিবি সদস্যরা কলাবাগানের ভেতরে তল্লাশি করে ভেতর থেকে ভারতীয় কোডিন সিরাপের ১০ বোতল জব্দ করা হয়। জব্দকৃত কোডিন সিরাপ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।