• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিএসএ’র সহ-সভাপতি হলেন ফজলুল হক

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
বিএসএ’র সহ-সভাপতি হলেন ফজলুল হক
বিএসএ’র সহ-সভাপতি হলেন ফজলুল হক

Advertisements

বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশন (BSA)-এর কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি এবং সাভার বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন ফজলু সীড কোম্পানির চেয়ারম্যান ফজলুল হক।
সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশনের সভা ও সাভার বীজ ব্যবসায়ী সমিতির নির্বাচনে সর্বসম্মতিক্রমে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। দেশের বীজ খাতের উন্নয়ন, আধুনিক কৃষি সম্প্রসারণ এবং কৃষকদের মানসম্মত বীজ সরবরাহে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদান বিবেচনায় নিয়ে তাকে এই পদে নির্বাচিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফজলুল হক দীর্ঘদিন ধরে বীজ শিল্পের সঙ্গে যুক্ত থেকে সততা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে সুনাম অর্জন করেছেন। তার নেতৃত্বে ফজলু সীড কোম্পানি দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন দায়িত্বে তিনি বীজ খাতকে আরও সংগঠিত করা, মান নিয়ন্ত্রণ জোরদার করা এবং কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এ উপলক্ষে গোদাগাড়ী উপজেলার বীজ ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক বিবৃতিতে তারা বলেন, ফজলুল হকের নেতৃত্বে দেশের বীজ খাত আরও এগিয়ে যাবে এবং কৃষক সমাজ উপকৃত হবে।
গোদাগাড়ীর বীজ ব্যবসায়ী মেসার্স এলিসা ট্রেডার্স ও শফিক বীজ ভাণ্ডারের এক যৌথ শুভেচ্ছা বার্তায় তার আগামীর দায়িত্ব পালন কল্যাণময়, সফল ও ফলপ্রসূ হোক এই কামনা করা হয়েছে।


আরো খবর