রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন,আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করলে দেশ চলবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে। বিশ্বের ২০০ কোটি মুসলিমের প্রাণ ইসলাম ধর্ম। ইসলাম কোন দলের এজেন্ডা নয়।
বুধবার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর গ্রামাস্থ দারিদ্র কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত গরীব দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ এসব কথা বলেন। চাঁদ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ৮ দফা ঘোষণা করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা ঘুচাতে বেকারদের চাকুরীর পাশাপাশি বেকারদের কর্মস্থান করা হবে। বাড়ী বাড়ী ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
তিনি আরও বলেন,২৮ বছর আমি আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। আমি কখনও কোন নির্বাচনে হেরে যায়নি। সব সময় আপনাদের সেবা করে গেছি। দিন নয়, রাত নয় সব সময় চেষ্টা করেছি মানুষের বিপদে পাশে থাকার। মানুষের কল্যাণে কাজ করতে আমিসব সময় মানুষের দুয়ারে দুয়ারে গেছি। কখনও মানুষ থেকে নিজেকে লুকিয়ে রাখিনি। আপনারাই আমার বড় শক্তি।
আপনাদের সঙ্গে নিয়েই আমি পথ চলতে চাই। চারঘাট-বাঘার খেটে খাওয়া শ্রমিক মেহেনতি মানুষের আস্থার প্রতীক হয়ে আপনাদের মাঝেই থাকবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য, দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন। দারিদ্র কল্যাণ সংস্থার সভাপতি আব্দুস সালেক আদিলের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী মৃধা,সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন।