• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় সাংবাদিকদের সাথে জামায়াতের প্রার্থীর মতবিনিময়

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
বাঘায় সাংবাদিকদের সাথে জামায়াতের প্রার্থীর মতবিনিময়
বাঘায় সাংবাদিকদের সাথে জামায়াতের প্রার্থীর মতবিনিময়

Advertisements

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার দুপুরে বাঘা সামাজিক সংগঠন জাগ্রত অফিস কার্যালয়ে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আবদুল্লাহ আল মামুন নুহু।

আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ নাজমুল হক সম্মানজনক ভোট নিয়ে বিজয়ী হবেন এবং জামায়াত ক্ষমতায় গেলে বাঘা-চারঘাটকে মডেল উপজেলা করা হবে বলে সাংবাদিকদের জানান।

বিশেষ অতিথি ছিলেন বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা পৌর জামায়াতের আমির অধ্যাপক সাবদার হোসেন, উপজেলা উপজেলা শুরা ও কর্মপরিষদের সদস্য শিক্ষক আব্দুর রাজ্জাক, উপজেলা শুরা ও কর্মপরিষদের সদস্য ও প্রচার ও মিডিয়া সেক্রেটারি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইয়ুব আলী, সেক্রেটারি সবুজ মাহমুদ। এসময় অসুস্থ বাঘা প্রেস ক্লাবের আহবায়ক লতিফ মিয়ার সুস্থতা কামনা করা হয়।


আরো খবর