• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় বীর মুক্তিযোদ্ধা সাজদার রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
বাঘায় বীর মুক্তিযোদ্ধা সাজদার রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বাঘায় বীর মুক্তিযোদ্ধা সাজদার রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Advertisements

রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের চাঁনপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাজদার রহমানকে (৮৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির আঙ্গিনায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় মরদেহে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক, নূরুল ইসলাম মাস্টার, রুস্তুম আলী কাজি, গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক আজিমুদ্দিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম স্বপন সহ স্থানীয় প্রশাসন ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন । মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন কন্যাসহ নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।


আরো খবর