বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও তা বন্ধ হয়ে যাওয়াই চলতি বছরের বর্ষার মৌসুম থেকে এখন পর্যন্ত বিলের পানি নিষ্কাশন না হওয়ার কারণে চরম বিপাকে পড়েছে দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ ও এলাকাবাসী। রাজশাহীর পুঠিয়া উপজেলার পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড কাঠাল বাড়িয়া ভাটার বিল নামে পরিচিত বিলের মধ্য দিয়ে কাঁচা রাস্তাটি সংস্কার অভাবে এখন যেন এক অভিশপ্ত রাস্তায় হয়ে আছে । প্রতিদিনই এই রাস্তা দিয়ে কোমলমতি শিশুরা মাদ্রাসায় যাতায়াত করেন। রাস্থার বেহাল দশার কারণে কোন ছাত্রই বেশিরভাগই পরিষ্কার কাপড়ে মাদ্রাসায় প্রবেশ করতে পারে না। রাস্তার উপরে পানি উঠে যাতায়াতের অযোগ্য হয়ে আছে। এ বিকল্প রাস্তা না থাকায় কোমলমতি শিশুরা রাস্তা পারাপারের সময় মাঝেমধ্যে পড়ে যায় এবং প্রতিনিয়তই পোশাকে কাদামাটি লেগেই থাকে। এছাড়াও কিছু অভিভাবকগণ বাচ্চাদের প্রতিদিনই কোলে করে রাস্তা পার করে দিয়ে আসলেই শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে।
বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটি খুবই বেহাল দশা এবং মাদ্রাসার ছাত্র-ছাত্রী ছাড়াও সাধারণ পথচারীদের নিত্য দিনের জনো দুর্ভোগে রূপ নিয়েছে এই রাস্তা। তাই এলাকা বাসির দাবি রাস্তাটা খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে মানুষ চলাচলের উপযোগী করার জন্য।
স্থানীয়রা জানান, অনেকদিন আগে রাস্তা সংস্কার হয়েছে শুধু নাম মাত্রই। কাজের সঠিক তদারকি না থাকাই নাম মাত্রই কাজ করে চলে গেছে। আমরা স্থানীয়রা চাই আনোয়ারের বাড়ী থেকে প্রায় এক কিলোমিটার দূরেই কাঠাল বাড়িয়া মাদ্রাসা রয়েছে। এ রাস্তাটি যদি সংস্কার করে দেওয়া হয় তাহলে আমাদের ছেলে-মেয়েরা যান্ত্রিক রাস্তায় না গিয়ে ভালো জায়গাতে পড়াশোনা করতে পারবে। এ রাস্তাটি হয়ে গেলে প্রতিষ্ঠানটিও অনেক উন্নতি হয়ে যাবে। সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক শিবু দাস বলেন, আমি বিষয়টা আপনাদের মাধ্যমে জানতে পারলাম তবে রাস্তা সংস্কারের বিষয়ে খুব দীর্ঘ সময় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।