বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ (আন্ডারগ্রাজুয়েট কনফারেন্স অন ইন্টেলিজেন্ট অ্যান্ড কম্পিউটিং সিস্টেমস)-এর দ্বিতীয় ও সমাপনী দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে সকাল থেকে দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন টেকনিক্যাল সেশন, ইনভাইটেড টক সেশন, আইডিয়া কনটেস্ট এবং পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অংশগ্রহণকারী দেশি ও বিদেশি বিশিষ্ট বক্তারা বিভিন্ন ইনভাইটেড টক সেশনে তাঁদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে মোট ১২টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং ট্র্যাকের সভাপতিত্ব করেন ড. মো. গোলাম রাশেদ। দ্বিতীয় দিনে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্র্যাকের সভাপতিত্ব করেন ড. আসিফ জামান। পাশাপাশি বিশিষ্ট গবেষকগণ বিভিন্ন গবেষণা ট্র্যাক পরিচালনা করেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন।
সম্মেলনের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউসিআইসিএস ২০২৬ কনফারেন্স চেয়ার প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিআইসিএস ২০২৬-এর টেকনিক্যাল সেশন কমিটির চেয়ার ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীম আহমদ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.)।
সমাপনী অনুষ্ঠানে গবেষণায় উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ দুটি সেরা গবেষণা প্রবন্ধ (বেস্ট পেপার) পুরস্কার প্রদান করা হয়। সম্মেলনে মোট ১৩৬ টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে, যার মধ্যে ৯০টি প্রবন্ধ গৃহীত হয় এবং ৬৫টি গবেষণা প্রবন্ধ নিবন্ধনের মাধ্যমে উপস্থাপিত হয়। পেপার আইডি ৮০ শীর্ষক “ইন্টেলিজেন্ট মাল্টি-এজেন্ট কো-অর্ডিনেশন উইথ অ্যাডাপটিভ নলেজ স্ট্রাকচারস ফর কমপ্লেক্স ওয়েব ওয়ার্কফ্লোজ” শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য জুবায়ের আহমেদ রাফি, মো. রাফি আলম ও মো. ইব্রাহিম ইবনে খালিলের গবেষক দল বেস্ট পেপার পুরস্কার অর্জন করে। এছাড়া পেপার আইডি ১১০ শীর্ষক “ডিপ লার্নিং বেইজড ডিটেকশন অ্যান্ড ক্লাসিফিকেশন অব অর্গানিক, জেনারেল অ্যান্ড রিসাইক্লেবল ওয়েস্ট ইন অ্যাকোয়াটিক অ্যান্ড টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্টস” শীর্ষক গবেষণার জন্য মেহরিন নুসরাত চৌধুরী, আতিয়া আনজুম ফারিহা, সাকিব ইমতিয়াজ ও মো. ফাহিম ফয়সালের গবেষক দল বেস্ট পেপার পুরস্কার লাভ করে।
এছাড়াও সম্মানজনক উল্লেখ (Honourable Mention) হিসেবে পেপার আইডি ১০৮ শীর্ষক “হাইব্রিড এনসেম্বল লার্নিং ফর কোডিং ভার্সেস নন-কোডিং সোমাটিক ভ্যারিয়েন্ট ক্লাসিফিকেশন” গবেষণার জন্য আলিসা তাবাসসুম, আসিফ আহমেদ, মো. তানভীর হাসান, মো. সজিব মন্ডল, আহাম্মদ হোসেন ও প্রফেসর ড. এএইচএম রহমতুল্লাহ ইমনকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মেলনের বিশেষ আয়োজন হিসেবে অনুষ্ঠিত ইউসিআইসিএস ২০২৬ আইডিয়া কনটেস্ট ও পোস্টার প্রেজেন্টেশনে বিচারক প্যানেলের মূল্যায়নের ভিত্তিতে সেরা আইডিয়া হিসেবে মোবাশ্বির আহমেদ ও মোছা. আজমিরা আক্তার আলো নির্বাচিত হন। প্রথম রানারআপ হন মোবাস্সির শাহরিয়ার অর্নব। দ্বিতীয় রানারআপ হিসেবে যৌথভাবে নির্বাচিত হয় দুটি দল—আই. এস. এম. রহিক ও আব্দুল্লাহ আল বাসসাম এবং মোছা. ফাহমিদা আক্তার, জাবিন তাসনিম ও তাসলিমা ইয়াসমিন। আইডিয়া কনটেস্ট ও পোস্টার প্রেজেন্টেশনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, ইউসিআইসিএস ২০২৬ সম্মেলন আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের গবেষণামুখী করে গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক গবেষক ও শিক্ষাবিদদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।