• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অন্বেষণে প্রতিবন্ধকতা অপসারণ বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

Advertisements

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ (সিআইআর) আয়োজিত জ্ঞান অন্বেষণে প্রতিবন্ধকতা অপসারণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য পদার্থবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এমেরিটাস প্রফেসর ড. অরুণ কুমার বসাক।

মঙ্গলবার (৯ জুলাই) বিকাল ৩ টায় সেমিনারের শুরুতেই প্রফেসর ড. অরুণ কুমার বসাককে ফুলের শুভেচ্ছা জানান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ-এর পরিচালক প্রফেসর এমেরিটাস ড. এ.এইচ.এম রহমতুল্লাহ ইমন এবং রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিভিন্ন বিভাগেরে বিভাগীয় প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

প্রফেসর ড. অরুণ কুমার বসাক তার আলোচনায় বলেন, অজ্ঞতা নিরসনে শিক্ষা এবং নিরন্তর অজানাকে উন্মোচন করাই হলো গবেষণা। এই প্রক্রিয়াতে অনুসন্ধিৎসু মন, যুক্তি, ধৈর্য্য, একাগ্রচিত্ততা ও পরিশ্রম দরকার। শিক্ষার্থীকে লেখাপড়ার বিষয়বস্তুকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। নিজের মত করে বুঝতে হয়। তিনি আরো বলেন, দেশের একেক মানুষের একেক বিষয়ে দক্ষতা আছে। পারস্পরিক বিভেদ ভুলে, মুক্তবুদ্ধির শক্তি নিয়ে বঙ্গবন্ধুর প্রদর্শিত পথ, যার যা আছে তাই নিয়ে আমরা যদি একত্রিত হতে পারি, তাহলে আমাদের সব রকম দুর্বলতাকে জয় করতে পারব এবং নিজেদের সঠিক পথে পরিচালিত করতে পারব।

সেমিনারে প্রফেসর ড. আনন্দ কুমার সাহা এবং প্রফেসর ড. এ.এইচ.এম রহমতুল্লাহ ইমন বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ (সিআইআর) সহযোগী অধ্যাপক ড. সুলতানা রাজিয়া।

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর সুলতানা মোস্তফা খানম, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর শামীম আহমেদ, ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার টেকনোলজি বিভাগের প্রফেসর খালেদা হুমায়রা, ইনফরমেশন অ্যান্ড পপুলেশন সাইন্সের প্রফেসর আমিনুর রহমান, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর খালেদ মোস্তাক।


আরো খবর