• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মসূচী

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মসূচী
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মসূচী

Advertisements

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অবকাঠামো উন্নয়নসহ সক্ষমতা জোরদারকরণ (ইওউচ) প্রকল্পের আওতায় কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে এক দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম। কোর্স পরিচালনা করেন বিএমডিএ গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান। এসময় আরো উপস্থিত ছিলেন অতি: প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, আব্দুল লতিফ, প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম, প্রশিক্ষক হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ সিনিয়র কৃষি প্রকৌশলী শাহ সাইদুর রহমান, মেডিকেল বিশ্ববিদ্যালয় কনসালটেন্ট রিয়াদাত হোসেন, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, সহকারী প্রকৌশলী রেজাউল করিমসহ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন রিজিয়ন ও জোনের মোট ৩০জন কর্মকর্তাগণ প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচীতে এসডিজি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ, কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার, সেচকার্যক্রম আধুনিকায়ন সহ বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচীর শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন বিএমডিএ পেশ ইমাম রফিকুল ইসলাম।


আরো খবর