Advertisements

বদলগাছীতে অজ্ঞাত শিশুর মরদেহটি উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (৭ জুন) দুপুর পৌণে ২টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডাকবাংলো সংলগ্ন ছোট যমুনা নদীতে (ছেলে কালী দহতে) কচুরিপানার সাথে ভাসতে থাকে ৪-৫ বছরের একটি শিশুর মরদেহ ভাসছিল। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান (পিপিএম) সহ সঙ্গীয় ফোর্স মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে শিশুটি মারা যেতে পারে। তবে কিভাবে মারা গেছে তা বলা যাচ্ছে না এবং তার নাম-ঠিকানা বা পরিচয় পাওয়া যায় নি।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান (পিপিএম) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। শিশুটির কোনও পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায় নি। শিশুটি কয়েকদিন আগে মারা যেতে পারে। ময়না তদন্তের জন্য মরদেহটি নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।। তদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।