• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বড়াল নদীতে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

চারঘাট প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
বড়াল নদীতে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু
বড়াল নদীতে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহীতে বড়াল নদীতে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে চারঘাট উপজেলার বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, চারঘার উপজেলর থানাপাড়ার এলাকার সাজ্জাদের ছেলে মাহিদ (১৭) ও একই এলকার ইসরাফিলের ছেলে রিহান (১৬)। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজন কিশোর একসঙ্গে নদীতে গোসল করতে নামে। এর মধ্যে দুইজন গভীর পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের আর দেখা না গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে চারঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় এক ঘণ্টা পর বিকেল নাগাদ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুই শিক্ষার্থী গোসলে নেমে পানিতে ডুবে যায়। পরে য় চারঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের লাশ উদ্ধার করে। এই ঘটনায় নৌপুলিশে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরো খবর