বড়দিনের আনন্দ ছড়িয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাঙ্গামাটিয়া আদিবাসী গ্রামে। উৎসবকে কেন্দ্র করে গ্রামের প্রতিটি বাড়ির দেয়াল রঙিন আল্পনায় সাজিয়ে তোলা হয়েছে। আদিবাসীদের জীবনধারা, সংস্কৃতি ও উৎসবের গল্পে রাঙামাটিয়া গ্রাম যেন পরিণত হয়েছে এক খোলা আকাশের শিল্পগ্যালারিতে।
বড়দিন উপলক্ষে নতুন সাজে সেজেছে পুরো গ্রাম। কোথাও ফুটে উঠেছে আদিবাসী উৎসবের দৃশ্য, কোথাও প্রকৃতির রূপ, আবার কোথাও দৈনন্দিন জীবনের চিত্র। ব্যতিক্রমী এই আল্পনায় মুগ্ধ স্থানীয়
বাসিন্দারা জানান, এর আগে কখনো এমনভাবে তাদের গ্রাম রঙিন হয়ে ওঠেনি। ফলে এবারের বড়দিনের আনন্দও তাদের কাছে অন্যরকম ও স্মরণীয় হয়ে উঠেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রঙিন আল্পনায় সাজানো গ্রাম দেখতে আশপাশের এলাকা থেকেও মানুষ ভিড় করছেন। এতে উৎসবের আমেজ আরও বেড়ে গেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের কয়েকজন শিক্ষার্থী এসব আল্পনা অঙ্কন করেন। তাদের সঙ্গে ছিলেন রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহির ইয়াসির। নিজ অর্থায়নে বন্ধুদের সঙ্গে নিয়ে তিনি এই উদ্যোগ বাস্তবায়ন করেন। মাহির ইয়াসির বলেন, বড়দিন উপলক্ষে আদিবাসী ভাই-বোনদের জন্য একটি উপহার দিতে চেয়েছি। তাদের জীবন, উৎসব ও সংস্কৃতিকে আল্পনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।
আদিবাসী জনগোষ্ঠীর মানুষরা জানান, ভবিষ্যতে রাঙ্গামাটিয়াকে আল্পনা গ্রাম হিসেবে গড়ে তুলতে চান তারা। এতে একদিকে যেমন তাদের নিজস্ব সংস্কৃতি সংরক্ষণও তুলে ধরা সম্ভব হবে, অন্যদিকে পর্যটকদের আগ্রহ বাড়বে বলে আশা তাদের।