• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পুলিশের অভিযানে চোরাই বাইসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ১

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
পুলিশের অভিযানে চোরাই বাইসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ১
পুলিশের অভিযানে চোরাই বাইসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ১

Advertisements

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২টি চোরাই বাইসাইকেল উদ্ধারসহ ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মাসুদ রানা (৩৭), রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কাপাসিয়া সরকারপাড়া এলাকার মৃত সুলতান আলীর ছেলে।

জানা যায়, গতকাল ৮ আগস্ট রাতে আরএমপি’র কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই রাজ্জাক ও তার টিম রাত্রিকালীন ডিউটি করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কাপাসিয়া সরকার পাড়ায় এক ব্যক্তি বিভিন্ন চোর চক্রের কাছ থেকে চোরাই বাইসাইকেল ক্রয় করে নিজের বাড়িতে মজুত রেখেছে।
পরবর্তীতে থানা পুলিশের ঐ টিম রাত পৌনে ২টায় কাপাসিয়া সরকার পাড়ায় অভিযান পরিচালনা করে আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ২টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় চুরির মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর