পুঠিয়াতে ট্রাকে করে ২০ কেজি গাঁজা ও বিদেশি মদ পরিবহন কালে ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শনিবার সকাল ৬.২০ মিনিটের দিকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাজশাহী টু নাটোর সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী মিজানুর রহমান (২৮) বিমানবন্দর থানার ভোলাবাড়ী এলাকার মজনু হোসেনের ছেলে ও একই এলাকার আলমগীর (২৯)। র্যাব-৫ এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রাজশাহী জেলার পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাজশাহী টু নাটোর গামী পাঁকা রাস্তার উপর চেকপোস্ট করাকালীন সময়ে একটি ট্রাকে তল্লাশির এক পর্যায়ে গাড়ির ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০ কেজি গাঁজা, ১ টি বিদেশী মদের বোতলসহ মাদক ব্যবসায়ী গাড়ীর চালক মিজানুর রহমান ও সহকারী আলমগীরকে গ্রেপ্তার করা হয় । এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। এছাড়াও উদ্ধার করা হয়েছে নগদ ২২,৫০০ টাকা, ২টি মোবাইল সেট, ৪টি সিমকার্ড, একটি পাটের বস্তা এবং গাড়ির কাগজপত্রের একটি সেট। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল বলে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।