• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পুঠিয়ায় ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা

পুঠিয়া প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
পুঠিয়ায় ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা
পুঠিয়ায় ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা

Advertisements

পুঠিয়া উপজেলায় শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় শীতকালীন বিভিন্ন ফসল ভালো হলেও ক্ষতির মুখে পড়েছে বোরো বীজতলা। তীব্র শীত ও কুয়াশার কারণে সৃষ্ট কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে নষ্ট হচ্ছে বীজতলার চারা। এতে উপজেলায় বোরো আবাদে চারা সংকটের আশঙ্কা করছেন বোরো ধান চাষীরা। এতে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নাও হতে পারে বলে মনে করেন চাষিরা।

উপজেলা জুড়ে চলতি মৌসুমে ১শত ৪০ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা তৈরি হয়েছে। এছাড়াও উপজেলা বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে যে সকল চাষি আগাম বীজতলা তৈরি করেছেন সেই সকল বীজতলা চারাগুলো সতেজ আছে এবং চারা গুলো ক্ষতিগ্রস্ত হয়নি। পাশাপাশি এখন থেকে যে সকল চারা ১৫ থেকে ২০ দিন পূর্বে বীজতলায় বপন করা হয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে সূর্যের আলো প্রতিফলিত না হওয়ায় পাতা ছাড়ার আগের নষ্ট হওয়ার উপক্রম। সেই সাথে কিছু বীজতলার চারা গুলো হলুদ বর্ণের হয়ে গেছে।

উপজেলার একাধিক কৃষক জানান, প্রতি কাঠা বীজতলার চারা দিয়ে চার বিঘা জমিতে ধান রোপন করা সম্ভব। কিন্তু বর্তমানে বীজতলার যে অবস্থা এতে এক বিঘা সর্বোচ্চ দুই বিঘার ধান রোপন করা সম্ভব হবে বলে জানান তারা। এছাড়াও কৃষকরা আরো বলেন, আমরা কৃষি অফিস থেকে সঠিক পরামর্শ না পাওয়ায় আমাদের বীজতলা গুলো নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি অফিস যদি এ বিষয়গুলো সঠিক তদারকি করত তাহলে আমাদের বীজতলা গুলো নষ্ট হতো না এবং বোরো ধানের চারাগুলো ভালো হতো।

উপজেলার বৃহত্তর বানেশ্বর ও ঝলমলিয়া হাট ছাড়াও মোল্লাপাড়া হাট ঘুরে দেখা যায়, বিগত বছরের থেকে এ বছরে ধানের চারা আমদানি কম এছাড়া দামও একটু বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী বলেন, আমরা সর্বক্ষণে কৃষকদের বীজতলা পরিচর্যার সঠিক পরামর্শ দিয়ে আসছি। এছাড়াও আমাদের উপসহকারীরা প্রত্যেকটি ইউনিয়নের কৃষকদের কাছে যাচ্ছে এবং কৃষকদের বীজতলার জন্য সঠিক পরিচর্যা পরামর্শ দিচ্ছেন। এছাড়াও কৃষকদের বীজতলা রাতের বেলা পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছেন। বীজতলা নষ্ট হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনে কোন প্রকার প্রভাব পড়বে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি আরো জানান, বীজতলার কারণে বোরো মৌসুমে এর কোন প্রভাব পড়বে না।


আরো খবর