• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ বেগম খালেদা জিয়া এক উজ্জ্বল নক্ষত্র: মিনু আদিনা সরকারি কলেজ জেলায় শ্রেষ্ঠ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

Advertisements

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ‘বিপ্লবী জুলাই’ যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জয়পুরহাটের পাঁচবিবি। হত্যাকাণ্ডের বিচার ও আধিপত্যবাদের অবসানের দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পাঁচবিবি উপজেলার প্রাণকেন্দ্র পাঁচমাথা এলাকায় এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে এই প্রতিবাদ কর্মসূচি এক গণজাগরণে রূপ নেয়।

দুপুর ১১টার পর থেকেই উপজেলার বিভিন্ন কলেজ ও মাদরাসা থেকে শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে পাঁচমাথা মোড়ে সমবেত হতে থাকেন। এসময় শিক্ষার্থীদের কণ্ঠে “শহীদ হাদীর রক্ত, বৃথা যেতে দেব না”, “ভারতীয় আধিপত্যবাদ, নিপাত যাক নিপাত যাক”, “খুনিদের ফাঁসি চাই, দিতে হবে দিতে হবে” এমন সব তীব্র স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পাঁচবিবি লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, শরীফ ওসমান হাদী কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন আমাদের অধিকার আদায়ের আন্দোলনের সাহসী কণ্ঠস্বর। তাকে হত্যার মাধ্যমে একটি বিশেষ রাষ্ট্র ও তাদের দোসররা আমাদের বাকরুদ্ধ করতে চায়। কিন্তু তারা জানে না, এক হাদী শহীদ হলে হাজারো হাদী রাজপথে জন্ম নেয়।
আরেক শিক্ষার্থী আবেগপ্রবণ হয়ে বলেন, আমরা জুলাই বিপ্লবে রাজপথে ছিলাম, এখনো আছি। আমাদের ভাইয়ের রক্ত ঝরিয়ে কেউ পার পাবে না। অবিলম্বে খুনিদের শনাক্ত করে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে হবে, অন্যথায় সারা দেশ অচল করে দেওয়া হবে।

সমাবেশে ছাত্রনেতারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়ে গেছেন। এই হত্যাকাণ্ড সুপরিকল্পিত এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। বক্তারা সরকারের কাছে তিনটি প্রধান দাবি উত্থাপন করেন, হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্তের জন্য উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন।
ভিডিও ফুটেজ ও তথ্যপ্রমাণের ভিত্তিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
একই সঙ্গে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং ভারতীয় আধিপত্যবাদের শিকড় উপড়ে ফেলতে সাধারণ ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশ চলাকালীন পাঁচমাথা এলাকায় যান চলাচল কিছুটা বিঘ্নিত হলেও শিক্ষার্থীদের সুশৃঙ্খল অবস্থানের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


আরো খবর