পবা উপজেলায় অনুষ্ঠিত ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বড়গাছী ইউনিয়ন ফুটবল দল। বৃহস্পতিবার বিকেলে দর্শনপাড়া ইউনিয়নের বিলনেপাল পাড়া চাষী রহিম বখশ একাডেমি মাঠে প্রতিপক্ষ নওহাটা পৌরসভা দল নির্ধারিত সময়ের মধ্যে মাঠে উপস্থিত না হওয়ায় আইনের (ইণঊ-খঅডঝ) নিয়ম অনুযায়ী বড়গাছী ইউনিয়ন দলকে বিজয়ী ঘোষণা করা হয়। মাঠে বড়গাছী ইউনিয়নের খেলোয়াড়রা ফাইনালে ওঠায় উচ্ছ্বাস প্রকাশ করেন।
পবা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়ন পরিষদসহ মোট দশটি দল। পুরো টুর্নামেন্টকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। স্থানীয় ক্রীড়াবিদ ও সমর্থকদের মতে, অনেক দিন পর এ ধরনের বড় ক্রীড়া আসর পবায় ফুটবলের প্রতি নতুন আগ্রহ সৃষ্টি করেছে। আগামী শনিবার বিকেলে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে দর্শনপাড়া ইউনিয়ন ও বড়গাছী ইউনিয়ন ফুটবল দল। এসময় সেমিফাইনাল ভেন্যুতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।
তিনি বলেন, সঠিক সময়ে নওহাটা পৌরসভা দল মাঠে উপস্থিত হতে না পারায় নিয়ম অনুযায়ী বড়গাছী ইউনিয়ন দল ওয়াক-ওভার পেয়েছে। ফুটবল একটি শৃঙ্খলার খেলা। দলগুলো সময়, নিয়ম ও আচরণবিধি মেনে চললে খেলায় প্রতিযোগিতামূলক মান আরও বাড়ে। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে আমরা তরুণদের শৃঙ্খলাবোধ, দলগত কাজ ও ইতিবাচক জীবনধারার দিকে উৎসাহিত করছি।
তিনি আরও বলেন, এ টুর্নামেন্ট শুধু একটি খেলা নয় এটি পবা উপজেলার সামাজিক বন্ধন, ঐক্য ও তারুণ্যের শক্তি বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পবা উপজেলার তরুণেরা খেলাধুলায় অত্যন্ত আগ্রহী। আমরা চাই এই আগ্রহকে সঠিকভাবে বিকশিত করতে। তাই ভবিষ্যতেও আরও বড় পরিসরে ক্রীড়া ইভেন্ট আয়োজন করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ আলী, বড়গাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। মাঠে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ।