• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পপি ও নিলুফা ছিলেন নিবেদিত প্রাণ কর্মী: মিনু

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
পপি ও নিলুফা ছিলেন নিবেদিত প্রাণ কর্মী: মিনু
পপি ও নিলুফা ছিলেন নিবেদিত প্রাণ কর্মী: মিনু

Advertisements

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রওশন আরা পপি ও সহ-সাংগঠনিক সম্পাদক নিলুফা ইয়াসমিন দলের জন্য ত্যাগি ও নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। দলের দুঃসময়ে দলের নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় ছিলেন। আমৃত্যু তিনি মহিলা দলকে সুসংগঠিত করতে কাজ করেছেন।

শনিবার বিকেলে নগরীর ঘোড়ামারা এলাকার একটি মাঠে রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রওশন আরা পপি ও সহ-সাংগঠনিক সম্পাদক নিলুফা ইয়াসমিনসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিনু আরো বলেন, এ্যাড. পপি আমার আপন বোনের মতো ছিলেন। তিনি সবসময় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখতেন। সুখে-দুঃখে পাশে থাকতেন। দলের জন্য সক্রিয়ভাবে কাজ করেছেন। তার অবদান বিএনপি কখনোই ভুলবেনা। আন্দোলন সংগ্রামে পপি ও নিলুফার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য কাজ করে গেছেন। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের পুরো সময়টাই তিনি বিএনপির জন্য দিয়ে গেছেন। দলের দুঃসময়েও তিনি দল থেকে দুরে যাননি। তার এ অবদান সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি তাদের দু’জনসহ যারা মারা গেছেন সবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছি।

বিশেষ অতিথির বক্তব্য দেনন, রাসিকের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল। বুলবুল তার বক্তব্যে বলেন, পপি আপা অত্যন্ত দক্ষ সংগঠক ছিলেন। দলে তার অবদান ভুলবার নয়। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড. ওয়ালিউল হক রানা, মহানগর মহিলা দলের সভাপতি সখিনা খাতুন, যুগ্ম সম্পাদক ফেরদৌসি বেগমসহ অসংখ্য নেতাকর্মী। পরে পপি ও নিলুফাসহ দলের মৃত্যুবরণকারী কর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।


আরো খবর