নওগাঁর পত্নীতলায় বৈচিত্র্য ও সম্প্রীতি উৎসব-২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ফোর্ব ইয়ুথ নেটওয়ার্ক ও ফোর্ব ফোরাম নওগাঁ আয়োজনে বৈচিত্র্য ও সম্প্রীতি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রজেক্ট ডিরেক্টর ড.চার্লস রিড।
এসময় প্রোগ্রাম এডভাইসর রুহিনাজ,দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায়, আঋলিক সমন্বয়কারী মিজানুর রহমান, এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন,সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা ফোরামের সভাপতি মোফাজ্জল হোসেন, ফোর্ব ফোরাম নওগাঁ জেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান দুলাল ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি মরিয়ম বেগম শেফাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।